2024-12-15
agartala,tripura
অপরাধ রাজ্য

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর, আহত ২,

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর। আহত ২, ঘটনা শুক্রবার দুপুরে ডুকলি ঋষি পাড়া এলাকায়। এলাকার বাসিন্দা জিতেন্দ্র চক্রবর্তী বাড়িতে একটি অনুষ্ঠানের অর্ডারের রান্নাবান্না চলছিল। আচমকা রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায় উনার বসত ঘরে। সেই আগুন ধীরে ধীরে ভয়াবহ রুপ নেয়। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় পুরো ঘর।

ঘর থেকে কোন রকম প্রান নিয়ে জিতেন্দ্র বাবু ও উনার স্ত্রী বেরিয়ে আসে চিৎকার শুর করলে এলাকাবাসি ছুটে এসে আগুন নেবানোর চেষ্টা করেন। খবর পেয়ে ছুটে আসে ফায়ার ব্রিগেড এর ৪টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রনে আনলেও রক্ষা করা যায়নি ঘরে থাকা কোন আসবাবপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষাধিক টাকা হবে বলে জানান দমকলের আধিকারিক নারায়ণ চন্দ্র দাস।

এদিকে বাড়ির মালিক জিতেন্দ্র বাবুর স্ত্রীর হাতে ও শরীরের বেশকিছু জায়গা আগুনে পুড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষ। তাছাড়াও এলাকার দু-এক যুবক আগুন নেভাতে গিয়ে অল্প বিস্তর আহত হন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service