2024-09-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য শিক্ষা

রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষা চালুর দাবিতে রাজ্যপালের নিকট গেলেন তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে দীর্ঘদিন ধরে চলছে রাজ্যে আন্দোলন। জনজাতি ভিত্তিক বিভিন্ন ছাত্র সংগঠন এই দাবিতে সরব। দাবি আদায়ে তারা বিভিন্ন ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ফের একবার এই দাবিতে পথে নামলো তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন। তাদের দাবি অতি সত্ত্বর ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালু করা।

বুধবার সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয় রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর কাছে। তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক হামলু জমাতিয়ার নেতৃত্বে এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিরা। প্রতিনিধি দলের সদস্যরা এইদিন রাজ ভবনে গিয়ে রাজ্য পালের হাতে স্মারকলিপি তুলে দেন।

তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া জানান তাদের দীর্ঘ দিনের দাবি রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষা চালুর। এর আগে রাজ্য সরকারের কাছে তারা দাবি সনদ পেশ করেছেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service