জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রের মোদী সরকার বাজেটে রেগার বরাদ্দ কমিয়ে দিয়েছে। কমে গেছে রেগার শ্রমদিবসও। কেন্দ্রের সরকার পুঁজিপতিদের। আদানি আম্বানিদের সরকার। পুঁজিপতিদের আয় বহু গুণ বেড়ে গেছে। আমজনতার উপার্জন কমে গেছে। মঙ্গলবার রাজ্যে এসে এই অভিযোগ করলেন প্রাক্তন সাংসদ উদিত রাজ।
এদিন রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে হয় অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সম্মেলন। এতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ উদিত রাজ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস নেতা শান্তি রঞ্জন দেবনাথ, অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য আহ্বায়ক শান্তনু পাল সহ অন্যরা।
সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। গৃহীত হয় আগামী দিনের কর্মসূচী। আলোচনা করতে গিয়ে সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব কেন্দ্রের বর্তমান সরকারের সমালোচনা করেন। প্রাক্তন সাংসদ উদিত রাজ বর্তমান মণিপুরের অবস্থা তুলে ধরেও কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করেন।
Leave feedback about this