2024-12-16
agartala,tripura
অপরাধ রাজ্য

প্রেমিকের ব্ল্যাকমেলিং-র শিকারে প্রেমিকার আত্মহত্যা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিবিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কিশোরীর। কাঠগড়ায় মৃত কিশোরীর প্রেমিক। প্রেমিকের ব্ল্যাকমেলিং-র শিকার প্রেমিকার আত্মহত্যা। ঘটনা ঘিরে উত্তেজনা রাজধানীর ভাটি অভয়নগরে। জানা গেছে এক কিশোরীর ভালোবাসার সম্পর্ক ভাটি অভয়নগর মোল্লা পাড়ার এক যুবকের। ঘটনা পরিবারের লোকজন জানাজাই হতেই এনিয়ে সভাও হয়। এর পর কিশোরী প্রেমিকের কাছ থেকে দূরে সরতে থাকে।

অভিযোগ এর পরেই যুবকটি প্রেমিকার ছবি সামাজিক মাধ্যমে ছেড়ে ব্ল্যাক মেলিং শুরু করে। এতে প্রেমিকা আপত্তি জানিয়েও কোন কাজ হয়নি। অবশেষে অপমানিত প্রেমিকা ১ সেপ্টেম্বর নিজ বাড়িতে বিষপান করে। সঙ্গে সঙ্গে তাকে জিবিতে আনা হয়।

কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বুধবার। ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিস। জিবির মর্গের সামনে ছুটে যান বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। তিনি পরিজনদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন। অভিযুক্তের শাস্তির দাবি জানান মৃতের পরিজন সহ সকলে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service