জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের প্রায় ১৫ লক্ষ্য লোক এখনো পর্যন্ত অনেকেই শরণার্থী আশ্রয় নিয়েছেন বাড়ি ঘরে যেতে পারছেন না জলের কারণে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। দেশের প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অতন্দ্র প্রহরীর মতন কাজ করে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দিকে দিকে বন্যাদের সাহায্যে এগিয়ে আসছেন বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা।
শুক্রবার সাংসদ বিপ্লব কুমার দেবের পক্ষ থেকে আগরতলা ১৩ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত দের সামগ্রী বিতরণ করা হয়। এই দিনের এানসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত কর্পোরেটর প্রদীপ চন্দ্র সহ অন্যান্য বিজেপির নেতৃত্বেরা। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ সম্পাদিকা বলেন ভয়াবহ বন্যার কারণে অনেক মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে খাদ্য সমৃদ্ধি থেকে শুরু করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে আজ এই ত্রাণ শিবিরে মোট ৬০০ জনের অধিককে এান সামগ্রী বিতরণ করা হয় আগামী দিনে তারা এই ধরনের কর্মসূচি করবেন বলে জানান তিনি।
Leave feedback about this