2024-12-14
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

সম্পন্ন হলো পানিসাগর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য-সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পানিসাগর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য-সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ পানিসাগর টাউনহলে অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত ১১ জন সদস্য-সদস্যাদের শপথবাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত আধিকারিক অমর্ত্য বর্মণ। সদস্য-সদস্যারা হলেন, সম্পা রাণী দাস, কল্পনা দেবনাথ, লাভলী পুরকায়স্থ, অমিত কুমার নাথ, পিংকী দাস, বীনা রাণী নাথ, সঞ্জয় দাস, পারমিতা সরকার, লক্ষ্মীকান্ত দাস, প্রমোদ রঞ্জন দাস ও প্রসেনজিৎ দাস।

পরে নবনির্বাচিত সদস্য-সদস্যরা এক সভায় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসাবে সঞ্জয় দাস এবং ভাইস চেয়ারম্যান হিসাবে কল্পনা দেবনাথকে মনোনীত করেন। পরে নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত আধিকারিক অমর্ত্য বর্মণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিনয় ভূষণ দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস ও ভাইস চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়মানিক বংশী প্রমুখ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service