জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বৃহস্পতিবার পশ্চিমবাংলার বামপন্থী অন্যতম লড়াকু নেতা বিমান বসুর উপস্থিতিতে সিপি আই এম দলের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে মূলত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়েছে এবং রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলনেতা জীতেন্দ্র চৌধুরী বলেন ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোটে বিজয়ীদের শপথ গ্রহণ বাতিল করছে জনগণ। রক্তাক্ত হচ্ছেন শাসকদলের কর্মী সর্মথকরাও। বিধায়কের পদত্যাগের দাবিতেও হচ্ছে পথ অবরোধের মত ঘটনা। তাছাড়া তিনি এদিন আরও বলেন সাম্প্রতিক ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে।
তাতেই স্পষ্ট রাজ্যের আইনশৃঙ্খলা তলানিতে ঠেকেছে। ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি তাছাড়া সম্মুখীন হয়েছে হুমকির ও। এর মধ্যে গত ২৫ আগস্ট রানীরবাজারে হিংসাত্মক ঘটনা সংগঠিত হয়েছে, এইন ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের ১২টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। স্হানীয় বিধায়ক সুশান্ত চৌধুরীর রাতেই ছুটে গিয়েছেন। পাশাপাশি, বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করার পর ও পরিস্থিতি স্বাভাবিক হয় নি। এইভাবে রাজ্য সরকার চলবে কিভাবে, প্রশ্ন করেন তিনি।
Leave feedback about this