জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জল নামতেই ভয়াবহ ছবি সামনে উঠে আসছে। বন্যা কবলিত এলাকার মানুষ বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে পড়ছেন। তাই তিনি দাবি জানান মেডিক্যাল টিম গঠন করে বন্যা কবলিত এলাকায় পাঠিয়ে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার। এই কাজ করা সহজ নয়। তারপরও প্রশাসনকে কাজে লাগিয়ে এই কাজ করতে হবে। সরকার প্রস্তুত ছিল না, তারপরও সরকার চেষ্টা করছে পরিস্থিতি মোকাবিলা করার জন্য।
রাজধানীর একটি বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে একথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়ে রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে রাজধানীর শ্রীলঙ্কা বস্তী এলাকা।
এলাকার লোকজন অন্যত্র ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। শনিবার বন্যা কবলিত রাজধানীর শ্রীলঙ্কা বস্তি এলাকা পরিদর্শনে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বন্যার জলে নেমে যাওয়ার পর বন্যা কবলিত লোকজন ধীরে ধীরে ত্রান শিবির থেকে বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন। সিপিআইএম পূর্ব লোকাল কমিটির উদ্যোগে এলাকার বন্যা দুর্গতদের মধ্যে ব্লিচিং পাউডার ও ওষুধ বিতরণ করা হয়।
Leave feedback about this