জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে ১৭ টি জলের পাম্পের মধ্যে ১৬টি পাম্প কাজ করছে।দ্রুত শহর থেকে জল নামানোর চেষ্টা চলছে। বৃহস্পতিবার বৃষ্টি না হলে জল তাড়াতাড়ি নেমে যাবে। এদিন আগরতলা শহরের জলমগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে একথা বললেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উনার সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব সহ অন্যরা।
আগরতলা শহরের পরিস্থিতি খতিয়ে দেখেন তারা বিভিন্ন এলাকায়। পরে মেয়র দীপক মজুমদার জানান, হাওড়া নদীর জল শহরে ঢুকে যাচ্ছে। রামনগর, প্রতাপগড় ,কাটাখাল সহ বিভিন্ন এলাকায় নদীর জল ঢুকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে জল অনেক সময় ধরে রয়েছে। বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে।
জেলা-মহকুমা প্রশাসন ও আগরতলা পুর নিগমকে সার্বিকভাবে সব অংশের মানুষ সহযোগিতা করছে। এধরণের প্রাকৃতিক বিপর্যয় অনেক বছর পরে সারা রাজ্যে হয়েছে। আগরতলা শহর থেকে জল জমা থেকে মানুষকে নিস্তার দিতে কাজ করে চলেছে আগরতলা পুর নিগমের সব আধিকারিকরা। মেয়র আশা প্রকাশ করেন যদি বৃষ্টি কমে যায় তাহলে জলও কমে যাবে। এ ক্ষেত্রে যা যা করনীয় সবই করা হবে।
Leave feedback about this