2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

বাংলাদেশে সাংবাদিকদের উপরে আক্রমণের ঘটনা বন্ধের দাবিতে সরব হলো সংবাদ মাধ্যমের ১০ সংগঠন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কালো ব্যাজ পরে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মৌন প্রতিবাদ কর্মসূচী সাংবাদিকদের। আগরতলা প্রেস ক্লাবের সামনে অনুরূপ কর্মসূচী ১০ সংগঠনের। বাংলাদেশে সাংবাদিকদের উপরে আক্রমণের ঘটনা বন্ধের দাবি জানান তারা। বাংলাদেশে চলমান পরিস্থিতিতে আক্রান্ত হয়েছেন সাংবাদিকরাও। এখন পর্যন্ত ৫ জন সাংবাদিক মারা গেছেন।

আহত হয়েছে ১০-১২ জন। প্রায় ৫০ জনের মতো সাংবাদিককে নিষিদ্ধ করা হয়েছে। এসবের প্রতিবাদ জানিয়ে প্রয়াত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কর্মসূচী নিল আগরতলায় সংবাদ মাধ্যমের কর্মীদের ১০ টি সংগঠন। এদিন মৌন প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেয় ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন, ত্রিপুরা ইলেক্ট্রনিক্স মিডিয়া সোসাইটি, ত্রিপুরা ডিজিট্যাল ওয়েব মিডিয়া সোসাইটি, ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম সহ ১০ সংগঠন।

বুধবার আগরতলা প্রেস ক্লাবের সামনে হয় কর্মসূচী। সংবাদ মাধ্যমের কর্মীরা কালোব্যাজ পরে কর্মসূচীতে অংশ নেন। কর্মসূচী থেকে বাংলাদেশের সাংবাদিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। এদিন বরিষ্ঠ সাংবাদিক অলক ঘোষ বলেন, গণতন্ত্রের চতুর্থ স্বম্ভ ছাড়া কোন সভ্য দেশ গড়ে উঠতে পারে না। তিনি ১০ সংগঠনের হয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ রাখেন সংবাদপত্র ও চতুর্থ স্বম্ভকে মুক্ত করে দেওয়ার।

সাংবাদিক হত্যা বন্ধ করার আহ্বান জানানো হয়। ভয় মুক্ত পরিবেশে সাংবাদিকরা যাতে স্বাধীন ভাবে কাজ করতে পারেন। এদিন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইলেক্ট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিত পাল, ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন-র নেতৃত্ব তথা বরিষ্ঠ সাংবাদিক অলক ঘোষ, ত্রিপুরা ওয়েবমিডিয়া ফোরাম এর সম্পাদক অভিষেক দে সহ অন্যরা।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service