জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের সাম্যবাদী আন্দোলনে অন্যতম পথপ্রদর্শক, ভারতীয় উপমহাদেশে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা মুজফফর আহমেদের জন্মদিন প্রতিবছর রাজ্যেও পালন করা হয়। সিপিএম-র তরফে জন্মদিনটি উদযাপন করা হয়। যিনি কাকাবাবু নামে পরিচিত ছিলেন।
১৮৮৯ সালের ৫ আগস্ট বাংলাদেশের নোয়াখালির সন্দীপ দ্বিপে জন্ম গ্রহণ করেছিলেন। এবছর উনার ১০৬ তম জন্মবার্ষিকী। রাজ্যে সিপিএম এর তরফে জন্মদিনটি পালিত হয়। সোমবার সকালে সিপিআইএম রাজ্য দপ্তরে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নরেশ জমাতিয়া সহ অন্যরা।
উপস্থিত নেতা- কর্মীরা মুজফফর আহমেদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সিপিএম নেতা নরেশ জমাতিয়া এদিন বলেন, দেশে সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল শক্তি ক্ষমতায়। সেই দলই ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে। যারা ফ্যাসিবাদী সন্ত্রাস সৃষ্টি করে সরকার পরিচালনা করছে।
রাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। বর্তমান সময়ে মুজফফর আহমেদ বেশি করে প্রাসঙ্গিক কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা , ব্যক্তি স্বাধীনতার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।
Leave feedback about this