2024-12-18
agartala,tripura
বিশ্ব

সন্ত্রাসীরা অশান্তি সৃষ্টি করলে তা শক্ত হাতে দমন করা হবে : মোহাম্মদ আলী আরাফাত

জনতার কলম ওয়েবডেস্ক :- আমরা সংঘাত এড়ানোর জন্য আলোচনার দরজা খোলা রেখেছি। আমরা সংঘাতে যেতে চাচ্ছি না। কিন্তু একই সঙ্গে বলতে চাই, সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে। অশান্তি সৃষ্টি করা হলে তা শক্ত হাতে দমন করা হবে। আমরা সন্ত্রাসকে দমন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রবিবার বিকেলে সংসদ ভবনের টানেলে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এদিন তিনি এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেনি। আন্দোলনকারীরা বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এখন আর তারা আলাদা থাকলো না। এটা বিএনপি জামায়াতই হয়ে গেলো। মূলত এতদিন তাদের দাবি ছিল কোটা। সেটা পূরণ হলো। তারপর দাবি ছিল, আলোচনা, সেটার দ্বার খুলে দেওয়া হলো। দাবি ছিল বিচার সেটাও পূরণ হচ্ছে। তাদের সব দাবি পূরণ হয়ে গেলো। তারপর এখন তাদের এক দফার দাবি।

আন্দোলন আর আন্দোলনের জায়গায় নেই উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এখন সন্ত্রাস-সহিংসতায় চলে গেছে। আমাদের অবস্থান শান্তির পক্ষে ছিল। আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলাম। সহিংসতার ফলে যে হতাহতের ঘটনা ঘটেছিল, তার বিচারের পক্ষে অবস্থান নিয়েছিলাম। যাঁরা আহত-নিহত হয়েছেন, তাঁদের মধ্যে অনেকে শিশু ছিল। এই মৃত্যুগুলোর জন্য বাংলাদেশের ১৭ কোটি মানুষ কাঁদছে। এই মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের বিচার করতে হবে। তদন্ত করে জানতে হবে কারা এই হত্যাগুলো করেছে। এই শিশুরা সরকার পতনের আন্দোলন করছিল না।’

তারা বিএনপি-জামায়াতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিজস্ব পরিচয় ডিজলভ করে। ২৮ অক্টোবর যাদের মোকাবিলা করেছিলাম, তারাই সামনে চলে এসেছেন। এটা এখন জনগণ আর ছাত্রদের অধিকারের জায়গায় থাকলো না। এখন যদি তারা সন্ত্রাস করে, সেটা আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।

প্রতিমন্ত্রী বলেন, আমার ধারণা, সাধারণ মানুষ এতদিন যে জায়গায় ছিল-এই একদফা দাবির পরে মোটামুটি একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, আসলে উদ্দেশ্যটা কী? এটা এখন পুরোপুরি একটা রাজনৈতিক বিষয় হয়ে গেছে। এখন ছাত্রদের অধিকার,কোটা বা হতাহতের যে ঘটনা ঘটেছে তার বিচার এই জায়গায় কিন্তু নেই। এখন তারা সোজা ক্ষমতার সংঘাতে এবং ক্ষমতায় যাওয়ার জন্য এটা করছে। কোটা আন্দোলনকারী বা ছাত্রদের এ ধরনের দাবির যৌক্তিকতা নেই।

সাধারণ মানুষ সন্ত্রাসীদের প্রতিহত করতে শুরু করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনের নামে যে সন্ত্রাসীরা ঢুকেছে, তারা প্রতিহতের শিকার হয়েছে। সাধারণ মানুষ এটা প্রতিহত করেছে। সাধারণ মানুষ সন্ত্রাসীদের বিপক্ষে জাগছে এবং জাগবে এটাই বাস্তবতা।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service