2024-12-17
agartala,tripura
দেশ পর্যটন রাজ্য

আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দিতে সাংসদে দাবি বিপ্লবের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভায় বাজেট অধিবেশনের চতুর্থ দিনে বৃহস্পতিবার ফের একবার ত্রিপুরার উন্নয়নের দাবি উঠলো পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব দেবের মুখে।এদিন সংসদে বিপ্লব কুমার দেব বলেন, দুই বছর আগে ২০২২ সালের ৪ জানুয়ারি এমবিবি বিমানবন্দরে নতুন একটি টার্মিনাল ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগরতলা ও বাংলাদেশের চিটাগাঙ্গের মধ্যে বিমান পরিষেবা চালু করার জন্য ত্রিপুরা সরকার ১৮.৮৫ কোটি টাকা এয়ারপোর্ট অথারেটি অফ ইন্ডিয়াকে দিয়েছে।তিনি বলেন, এমবিবি বিমানবন্দর ত্রিপুরার একমাত্র বিমানবন্দর। এদিন সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া এবং ইমিগ্রেশন চেকপোষ্টের সূচনা করার।

পাশাপাশি বিমানবন্দরের পরিচালন ব্যবস্থাকে আরো আধুনিকীকরনেরও দাবি জানান। উল্লেখ্য, বাজেট অধিবেশনের প্রথম দিন ত্রিপুরেশ্বরী মন্দিরের উন্নয়নে অতিরিক্ত বরাদ্দ দাবি করেছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তৃতীয় দিনে বাজেটের উপর আলোচনা করে সকলের নজর কেরেছেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service