জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গাড়িসহ গাঁজা আটক করলো কচুছড়া থানার পুলিশ। জানা যায় কচুছড়া থানার পুলিশ নর্থ কচুছড়া মেচুরিয়া ২ নং স্কুল সংলগ্ন এলাকায় TR 01 BX0381 নম্বরের একটি গাড়িকে আটক করে। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ।
গাড়িটির গোপন চেম্বার থেকে ছোট বড় প্যাকেট মিলিয়ে ২০০ কেজি গাজা উদ্ধার হয়। এক সাক্ষাৎকার কমলপুর থানার এসডিপিও আয়ুষ শ্রীবাস্তব জানান আমবাসা মহকুমা পুলিশ আধিকারিকের সহযোগিতায় এই গাঁজা বুঝাই গাড়িটি আটক হয়।
আমবাসার দুইটি নাকা পয়েন্টের পুলিশ কর্মীরা এই গাড়িটিকে ধাওয়া করে, গাড়ির চালক গাড়িটিকে নর্থ কচুছড়া এলাকায় ফেলে দিয়ে চলে যায়। সেই সময় কচুছড়া থানার পুলিশ সেই গাড়িটিকে আটক করে। এবং তার গোপন চেম্বার থেকে ২০০ কেজি গাঁজা আটক হয়। যার বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা ।
Leave feedback about this