জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আলু- পেঁয়াজ থেকে শাঁক-সবজি যেকোন কিছুতেই হাত ছোঁয়ালেই লাগছে ছ্যাকা। অভিযোগ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বাজারে ক্রমাগত বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। বলা যায় আলু পিঁয়াজ শুধু নয়,শাঁক সবজি,সরিষার তেল থেকে শুরু করে প্রায় সমস্ত জিনিসের দাম বাড়ছে। এভাবে জিনিসের মূল্য বেড়ে চলায় নাভিশ্বাস উঠছে আমজনতার। মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
এই অবস্থায় একপ্রকার নির্বিকার প্রশাসন আচমকা জেগে উঠল বৃহস্পতিবার। এদিন সদর মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর ও বিক্রয় কর দপ্তরের আধিকারিকরা মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। তারা আলু পেঁয়াজের বিভিন্ন পাইকারি দোকানে হানা দিয়ে নথিপত্র ঠিক ভাবে না পাওয়ায় একটি দোকান বন্ধ করে দিয়েছেন।
বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নামল প্রশাসন। এ ধরণের বভিজান ক্রমাগত জারি থাকবে বলে প্রশাসনের আধিকারিকরা দাবি করলেও আদৌ কয়দিন পর ফের অভিযান হবে এখন তাই দেখার। পাশাপাশি অভিযানের পরে মূল্য নিয়ন্ত্রণে আসে কিনা সেটাও দেখার।
Leave feedback about this