জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শ্রমিকদের বঞ্চনা নিয়ে ফের রাজধানীতে রাজপথে নামলো অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। অভিযোগ শ্রমিকরা বঞ্চনার শিকার। সোমবার বঞ্চনার বিরুদ্ধে সরব হয় সংগঠন। এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় মিছিল। স্লোগান সোচ্চার মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিস লেন শ্রম ভবনের সামনে যায়।
কর্মসূচীর নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল। চেয়ারম্যান জানান এর আগেও সমস্যা নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে শ্রম কমিশনারের কাছে। কিন্তু শ্রমিকদের সমস্যার সুরাহা হয়নি। তাই ফের এদিন তারা রাস্তায় নেমেছেন। তিনি জানান দাবি আদায় নাহলে আগামী দিনে ধরনা সংগঠিত করবেন।
তিনি অভিযোগ করেন দিনে দিনে শ্রমিকদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। শ্রমিকরা কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেও কিছুই আচ্ছেন না বলে অভিযোগ। বেসরকারি সংস্থায় অসংগঠিত শ্রমিকদের দিয়ে ১২=১৩ ঘণ্টা কাজ করানো হচ্ছে। সবকিছুতেই শ্রমিকরা বঞ্চিত। এদিন সংগঠন দাবি জানায় শ্রমিকদের লেবার কার্ড দেওয়ার।
Leave feedback about this