2024-11-10
agartala,tripura
রাজ্য

ধ্বংস কোনভাবেই সরকার মেনে নেবে না, বনদস্যুদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পরিবেশের ভারসাম্য রক্ষায় একদিনে ৫ মিনিটে লাগানো হল ৫ লাখ চারা গাছ। শুক্রবার মোহনপুর মহকুমার তারানগরে জাতীয় সড়কের পাশে রাজ্যভিত্তিক কর্মসূচীর সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, গাছ ছাড়া বেঁচে থাকতে পারবে না মানুষ। তেমনি গাছও মানুষ ছাড়া বাঁচবে না। কারন গাছ মানুষকে অক্সিজেন দিয়ে থাকে।

আবার গাছ কার্বনডাই=অক্সাইড গ্রহণ করে।তিনি বলেন প্রকৃতি থেকে অনেক কিছু শেখার রয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি ভারসাম্য হারিয়ে ফেললে বিপদ। রক্তের যেমন কোন ধর্ম নেই, তেমনি গাছেরও কোন ধর্ম নেই। বনদস্যুদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা এভাবে গাছ ধ্বংস কোনভাবেই সরকার মেনে নেবে না।

এদিন রাস্তার দুই দিকে বৃক্ষ রোপণ করেন অতিথিরা। অনুষ্ঠানে এলাকার লোকজনের অংশ গ্রহণ ছিল ব্যাপক। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ বন দপ্তরের আধিকারিকরা। এদিন লোকজনের মধ্যে চারা গাছ বিলি করা হয়। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service