2024-09-20
agartala,tripura
রাজ্য শিক্ষা

জরুরি অবস্থার সময়ে দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-জরুরি অবস্থার সময়ে দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল। জরুরি অবস্থার সময়ে সংবাদ মাধ্যমের উপরেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। জরুরি অবস্থার সময়ে দেশের সংবিধানকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। বিপন্ন হয়ে পড়েছিল দেশের সংবিধান ও আইনি ব্যবস্থা।

ভারতের সংবিধানে জরুরি বিধানে অতীত ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমীর অডিটোরিয়ামে সোমবার হয় আলোচনা সভা।

এদিনের আলোচনা সভায় আইন বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নেন। তাদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, শিক্ষা দপ্তরের সচিব রেভেল হেমেন্দ্র কুমার, জাতীয় আইন বিশ্ব বিদ্যালয়ের উপাচার্জ যোগেশ প্রতাপ সিং সহ অন্যরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service