2024-12-16
agartala,tripura
রাজ্য

মডেল ক্যারিয়ার সেন্টারের মাধ্যমে চাকরি মেলা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে বাড়ছে দিন দিন বেকারের সংখ্যা। তাই বেকার ছেলে-মেয়েরা সরকারি চাকরির পাশাপাশি যাতে বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ পান সেজন্য বিভিন্ন সময়ে চাকরি মেলার আয়োজন করা হচ্ছে রাজ্যে। মডেল ক্যারিয়ার সেন্টারের মাধ্যমে চাকরি মেলা হচ্ছে। এতে বিভিন্ন বেসরকারি সংস্থা তাদের কোম্পানিতে লোক নিয়োগ করে থাকেন।

এতে অনেক ছেলে- মেয়েদের কর্মসংস্থান হচ্ছে। শুক্রবার ফের চাকরি মেলা হয় শ্রম ভবনে। সেখানে রাজ্যের পাঁচটি বেসরকারি সংস্থায় বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য ইন্টার্ভিউ নেওয়া হয়। প্রায় ৭৪ টি পদের জন্য লোক নিয়োগের ইন্টার্ভিউ নেওয়া হয়।

এই চাকরি মেলায় প্রচুর ছেলে- মেয়ে বিভিন্ন জায়গা থেকে অংশ নেন। এক আধিকারিক জানান তাদের চেষ্টা চলছে রাজ্যের ছেলে- মেয়েদের যাতে বেশি করে চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় সেজন্য বাইরের বিভিন্ন সংস্থাকে এনে চাকরি মেলা করার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service