জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পিছিয়ে পড়া মানুষকে তাঁর অধিকার পাইয়ে দেওয়ার জন্য দেশের জনজাতি, পশ্চাদপদ এবং তপশিলি জাতি অংশের মানুষের সংরক্ষণকে সুরক্ষিত রাখার জন্য যে লড়াই এই লড়াইয়ের জননায়ক রাহুল গান্ধী। বৃহস্পতিবার একথা বললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি।
তাঁর জন্মদিন প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও শাখা সংগঠন গুলি। বুধবার দলের সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধীর ৫৪ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় রাজ্যে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, মহিলা-যুব কংগ্রেসের তরফে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচী। সকালে রাজধানীর উমাকান্ত একাডেমীর প্রাঙ্গণ সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেন তারা।
উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক তথা বরিষ্ঠ আইনজীবী অরুন চন্দ্র ভৌমিক, যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যরা। তারা সেখানে বৃক্ষ রোপণ করার পাশাপাশি পথচলতি লোকজনের মধ্যে লিফলেট বিলি করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি জানান এদিন দুঃস্থদের পাশাপাশি বিভিন্ন হোমের আবাসিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করা হয়েছে।
Leave feedback about this