2025-01-05
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

দাবি পূরণ নাহলে রাস্তায় নামার হুমকি বৈরি রণজিত দেববর্মার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুক্তি অনুযায়ী বাস্তবায়নহীন বিভিন্ন দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপলস কাউন্সিল। শুক্রবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে ধরেন। কিছুদিনের মধ্যে তারা মুখ্য সচিবের কাছেও ডেপুটেশন দেবেন। দাবি পূরণ নাহলে রাস্তায় নামার হুমকি দেন।

এদিন সংগঠনের উপদ্বেষ্টা চেয়ারম্যান তথা বিধায়ক রণজিত দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন রাজ্যপালের সঙ্গে। এছাড়াও দলে ছিলেন কার্যকরী কমিটির সদস্য রবীন্দ্র রিয়াং, ধানু কলই, অশিরাম রিয়াং ও বাহাদুর ত্রিপুরা। চেয়ারম্যান রণজিত দেববর্মা দাবি সনদ তুলে ধরে বলেন, সরকারের সঙ্গে এটিটিএফের ১৯৯৩ সালে ও ১৯৮৮ সালে টিএনভি-র সঙ্গে সরকারের চুক্তি হয়েছিল।

অভিযোগ সেই চুক্তি অনুযায়ী লিখিত প্রতিশ্রুতি অনেক কিছু এখনও বাস্তবায়ন হয়নি। পাশাপাশি বিএসএফ,সি আর পি এফ, আর্মি, আসাম রাইফেলসের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন বৈরী গোষ্ঠীর যে সদস্যরা আত্মসমর্পণ করেছে তাদের সরকারি গাইড লাইন মতো স্কিমের সুযোগ-সুবিধা দেওয়া হয়নি এখনও বলে অভিযোগ।

এসব বিষয় তারা রাজ্যপালের কাছে তুলে ধরেন। তিনি জানান প্রায় ৮ হাজারের মতো আত্ম সমর্পণকারী বৈরী সদস্য সুযোগ পাননি। রণজিত বাবু জানান রাজ্যপাল তাদের বিষয় গুলি মনোযোগ সহকারে শুনেছেন এবং পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service