জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাত সকালে তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল গ্রামের পার্শ্ববর্তী খোয়াই নদীর জল থেকে এক নবজাতকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। যদিও নবজাতকের দেহ উদ্ধারের বিষয় নিয়ে স্থানীয়দের অভিমত,, কিভাবে এই নবজাতকের দেহ খোয়াই নদীতে পাওয়া গেছে তা তারা বলতে পারছেন না। তবে অনুমান করছেন হয়তোবা এর পেছনে কারো অবৈধ পাপের ফসল এই নবজাতকের দেহ হতে পারে।
যদিও ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নবজাতকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। বর্তমান সভ্যতার যুগে দাঁড়িয়ে যখন নবজাতকের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় কখনো নর্দমায়, কখনো ডাস্টবিনে বা কখনো এরকম ভাবে ছড়া বা নদীর জলে পাওয়া যায় তখন ভাবতে বাধ্য হই আমরা কোন সমাজে বসবাস করছি।
এখানে উল্লেখ করা প্রয়োজন, ইতিপূর্বেও তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় এই প্রকারের ঘটনা সংঘটিত হয়েছে। অসমর্থিত সূত্রে গুঞ্জন তেলিয়ামুড়া হাসপাতালে যে বিভিন্ন সময় অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটে হয়তো’বা এর পেছনেও ওই প্রকারের কোন বিষয় জড়িত থাকতে পারে ,সার্বিক বিষয়ে তদন্তের দাবি উঠছে।
Leave feedback about this