জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাঁপানিয়া টি এম সি হাসপাতালে ফের আরও এক সফল জটিল অপারেশন। ত্রিপুরা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক তথা শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ অনিরুদ্ধ বসাক এই সফল অপারেশন করেছেন দুই ঘণ্টা সময় নিয়ে। উনার সঙ্গে ছিলেন টি এম সির পুরো একটি টিম। কয়েকদিনের মধ্যে সুস্থ শিশুটিকে হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হবে।
মেলাঘর হাসপাতালে চলতি বছরের ৮ মে একটি শিশু সন্তানের জন্ম দেন সোনামুড়া মহকুমার ময়নামা এলাকার এক মহিলা। জানা গেছে জন্মের দ্বিতীয় দিন থেকেই শিশুটি বমি করছিল। দুধ পান করে আবার না করলেও কালো বমি করছিল।তখন শিশুটিকে মেলাঘর হাসপাতাল থেকে পাঠানো হয় আই জি এম হাসপাতালে। শিশুটিকে রাজধানীর আই জি এম হাসপাতালে রেফার করা হয়।
সেখানে আরও তিনদিন চিকিৎসাধীন ছিল ছোট্ট শিশুটি। কিন্তু সুস্থ হয়নি। শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। আই জি এম থেকে উন্নত চিকিৎসার জন্য হাঁপানিয়া টি এম সিতে পাঠানো হয় শিশুটিকে। হাঁপানিয়া টি এম সিতে শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ অনিরুদ্ধ বসাক শিশুটিকে দেখেন। পরীক্ষা নিরিক্ষার করে দেখেন শিশুটির নাড়ি উলট- পালট হয়ে রয়েছে।
এটা খুবই কম হয় শিশুদের। দ্রুত অপারেশন করানো না হলে শিশুকে বাঁচানো কষ্টকর হয়ে যায়। টি এম সির সহকারী অধ্যাপক ডাঃ অনিরুদ্ধ বসাক জানান, শিশুটির জন্মের ১২ দিনের মাথায় জটিল সফল অপারেশন করা হয় প্রায় দুই ঘণ্টা সময় নিয়ে। এখন সুস্থ আছে শিশুটি। দুধও পান করছে। চিকিৎসক ডাঃ অনিরুদ্ধ বসাক শিশুদের খুব জটিল অপারেশন ভালো ভাবে হচ্ছে টি এম সিতে। এখন আর বমি হচ্ছে না শিশুটির। তিনি জানান দুই তিনদিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে শিশুটিকে।
Leave feedback about this