জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্যাংক শাখায় অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্বে আসে। ঘটনাটি ঘটে বুধবার আগরতলা রামনগর দুই নম্বর রোডে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখায়। সেখানে এক বাড়িতে ভাড়া নেওয়া পাকা ভবনে ব্যাংক শাখা। বুধবার আচমকা ব্যাংক কর্মীরা দেখতে পান বিদ্যুতের মিটারে আগুন।
মুহূর্তে ব্যাংক কর্মচারী ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিস ও দমকল কর্মীরা। সকলের চেষ্টায় আগুন আয়ত্বে আসে। প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে ব্যাংক শাখার বাড়ির মালিক বিদ্যুৎ নিগমের কর্মীদের ভূমিকায় ক্ষোভ জানান। তিনি অভিযোগ করেন, রাস্তার পরিবাহী লাইনে অনেক দিন ধরে সমস্যা হচ্ছে। তাদের জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
Leave feedback about this