জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে নেশার রমরমা। এবার প্রচুর ড্রাগস সহ রাজধানী থেকে আটক পাঁচ নেশা কারবারি।এদের মধ্যে একজন মহিলা। বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করে এন সি সি থানার পুলিস।গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে এন সি সি থানার পুলিস অভিযান চালায় রাজধানীর গোয়ালাবস্তী এলাকায়। অভিযোগ ব্রাউন সুগার বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে স্থানীয় বাসিন্দা এক মহিলা সহ ৫জন।
ধৃতরা হল লাল কিষান রায়, রাহুল সাহা, লাল বাবু রায়, ধরবেন্দ্র রায়। ধৃতদের কাছ থেকে পুলিস জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার করে ৪০০ কোটা ব্রাউন সুগার, ৩০০০ খালি কৌটা সহ নগদ এক লক্ষ ২৫ হাজার ৫১০ টাকা। ড্রাগস কারবারিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চালায় পুলিস। বুধবার এদের আদালতে সোপর্দ করে। একথা জানান এন সিসি থানার ওসি সুশান্ত দেব।
Leave feedback about this