2024-12-31
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ঘূর্ণিঝড়ে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা অনেক বিপর্যস্ত হয়েছে,বিদ্যুৎ পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে রাজ্যের মানুষের সার্বিক সহযোগিতা চাই : রতন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রেমালের জেরে ক্ষতি হওয়া রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে দ্রুত স্বাভাবিক করার জন্য প্রতিটি মহকুমায় ৩-৪ টিম তৈরি করা হয়েছে। প্রতিটি টিমে বিদ্যুৎ কর্মীসহ ঠিকাদার সংস্থার চার-পাঁচজন সদস্য রয়েছেন। তারা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান বিদ্যুৎমন্ত্রী রত্ন লাল নাথ।

তিনি আশা ব্যক্ত করেন আগরতলা ডিভিশনে বিদ্যুৎ সারাইয়ের কাজ সোমবারের মধ্যে ৮০ শতাংশ এবং মফস্বলে ৫০ শতাংশ করা যাবে। ঘূর্ণিঝড় রেমালে বিদ্যুৎ ব্যবস্থার ক্ষতি নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী। তিনি রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে দ্রুত স্বাভাবিক করার লক্ষ্যে রাজ্যের মানুষের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

মন্ত্রী ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার, জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা। মন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান ঘূর্ণিঝড়ে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা অনেক বিপর্যস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের এই তাণ্ডবের মধ্য বিদ্যুৎ কর্মী থেকে শুরু করে ঠিকেদার সংস্থা, ইঞ্জিনিয়ারগণ যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে গেছেন।

প্রাথমিক হিসাব অনুযায়ী বিদ্যুৎ দপ্তরের প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । তিনি জানান ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রাথমিক তথ্য অনুযায়ী আগরতলা সহ সারা রাজ্যে ৬৮৬ টি বিদ্যুতের খুঁটি, ২৩৪ কিলোমিটার পরিবাহী তার ও ৮২ ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। এছাড়াও এদিন সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। আগামী দিনে স্মার্ট মিটার বসানো সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service