2024-12-30
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

দেবভূমি হিমাচলের মানুষ ইন্ডি জোট সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে : প্রিয়াঙ্কা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার হিমাচল প্রদেশের চাম্বায় এক বিশাল জনসভায় ভাষণ দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। এই জনসভা থেকে চাম্বা বাসীর উদ্দেশ্যে বলেন, “কংগ্রেস ৫৫ বছর ধরে ক্ষমতায় ছিল কিন্তু এখনও বিশ্বের সবচেয়ে ধনী দল হতে পারেনি।

অন্যদিকে মাত্র ১০ বছরে, বিজেপি বিশ্বের সবচেয়ে ধনী দল হয়ে উঠেছে। এটা কিভাবে ঘটলো? এত টাকা কোথা থেকে এল? এটা কার টাকা? একটি রিপোর্টে বলা হয়েছে যে বিজেপি গত কয়েক বছরে ৬০,০০০কোটি টাকা খরচ করেছে।

এখন বিজেপি কংগ্রেসকে দুর্নীতিবাজ বলে। বিজেপি ভগবানের নামে ভোট চায়। কোন ভগবান বলবেন কাকে ভোট দেবেন? সকল দেবতা, সাধক ও মহান ব্যক্তিত্বরা একটি কথাই বলেছেন- সত্যের পথে চলো। হিমাচল প্রদেশের মানুষের উচিত তাদের চিনতে হবে যিনি সত্যের পথে হাঁটেন।”

তিনি আরো বলেন, দেবভূমি হিমাচল প্রদেশের শান্তিপ্রিয় জনগণ গণতন্ত্রের মাধ্যমে একটি সরকারকে নির্বাচিত করেছিল যা বিজেপি অর্থ ও ক্ষমতার জোরে পতনের ষড়যন্ত্র করেছিল। এ নিয়ে হিমাচল প্রদেশের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

দেবভূমির সৎ ও সরল মানুষ বিজেপির অসাধু রাজনীতি থেকে মুক্তি চায় এবং রাজ্যের সমস্ত আসনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেসকে বিজয়ী করার সংকল্প নিয়েছে হিমাচলবাসী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service