জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুনকাণ্ডে দুই অভিযুক্তকে মঙ্গলবার আদালতে সোপর্দ করে পুলিশ। এদিন আদালতে রিমান্ডের আবেদন জানিয়ে তোলা হয় রাকেশ বর্মণ ও আকাশ করকে। ১৮ মে কলকাতার রায়গঞ্জ থেকে পুলিশ গ্রেপ্তার করে ভিকি খুনে অভিযুক্ত রাকেশ বর্মণকে।
ট্রানজিট রিমান্ডে সোমবার বিকেলে তাকে আগরতলায় আনা হয়। মঙ্গলবার ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাকে আদালতে তুলে। অন্যদিকে আরেক অভিযুক্ত আকাশ করকে একদিনের জেলা হাজত থেকে আদালতে তোলা হয় হয়।
সোমবারও অভিযুক্তকে আদালতে তোলা হয়েছিল ৬ দিনের রিমান্ড চেয়ে। কিন্তু তা রিজার্ভ রেখে জেল হাজতে পাঠিয়েছিল আদালত। এদিকে আদালত রাকেশ বর্মণকে ৭ দিন ও আকাশ করকে ৩ দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত।
Leave feedback about this