2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য শিক্ষা

বিদ্যাজ্যোতি স্কুলের খারাপ ফলাফল নিয়ে সোচ্চার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের শতাধিক বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুল সিবিএসই-র অধীনে।সিবিএসই পরিচালিত দশম ও দ্বাদশের ফল প্রকাশ হয় ১৩ মে। অভিযোগ রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুল গুলির ফলাফল খুবই খারাপ হয়েছে। এক কথায় হতাশাজনক। বিদ্যাজ্যোতি স্কুলের খারাপ ফলাফল নিয়ে সোচ্চার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেসের মুখপাত্র পার্থ আচার্য,মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়সী লস্কর,যুব কংগ্রেসের নেতৃত্ব আমির হোসেন সহ অন্যান্যরা।

সাংবাদিক সম্মেলনে মুখপাত্র পার্থ আচার্য অভিযোগ করেন, বিদ্যাজ্যোতি স্কুল গুলিতে গড়ে ১০০ জনের ৪০ জন ফেল করেছে। বেসরকারি স্কুলের মতো ভালো শিক্ষা দেওয়া হবে এই প্রতিশ্রুতি ছাত্র ও অভিভাবকদের দেওয়া হয়েছিল এবং পড়ুয়াদের কাছ থেকে ফিও নেওয়া হয়। তিনি বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল তুলে ধরেন।তিনি বলেন টাকা দিয়ে লেখাপড়া করেও গরীব অংশের ছেলে- মেয়েদের কোন লাভ হল না। তারা ফেল করলো। এই ফলাফল নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী কিংবা বর্তমান শিক্ষামন্ত্রী যিনি আবার মুখ্যমন্ত্রীও উনাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

কংগ্রেসের তরফে মুখপাত্র দাবি জানান, শিক্ষাবিদদের নিয়ে একটি প্যানেল গঠন করা এবং বিদ্যাজ্যোতি প্রকল্পকে কিভাবে সার্বিক করা যায় এবং সব স্কুলে চালু করার দাবি জানান। পাশাপাশি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গী দূরে সরিয়ে উৎকর্ষ মানের করা যাতে হয় সেই দাবিও জানান।সরকারের তরফে কোন ব্যবস্থা না নেওয়া হলে কংগ্রেস যে বসে থাকবে না তাও জানিয়ে দেন কংগ্রেস মুখপাত্র।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service