2024-12-18
agartala,tripura
দেশ রাজনৈতিক

ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশবাসীকেও ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী 

জনতার কলম ওয়েবডেস্ক :- লোকসভার তৃতীয় দফায় ভোট নেওয়া হয় মঙ্গলবার। ১২ রাজ্যের ৯৩ আসনে নেওয়া হয় ভোট। এদিন ভোট দিলেন নিজ ভোট গ্রহণ কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি গুজরাটের আমদাবাদের রনিপের নিশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন। সকালে ৭ টার একটু পরেই ভোট কেন্দ্রে গিয়ে নিজের মতদান প্রয়োগ করেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমান বহু মানুষ। তাঁকে দেখামাত্রই হুল্লোড় করে ওঠেন তাঁরা। রাস্তার ধারে ধরা পড়ে উল্লাসের ছবি। ওঠে ‘মোদি মোদি ‘ স্লোগান। ভোটকেন্দ্রে যাওয়ার পথে তিনি সইও বিলোলেন। আবদার রাখলেন অনুরাগীর। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পরে মোদী বলেন, দেশে এই ‘দান’-এর বিশেষ গুরুত্ব রয়েছে এবং সেই চেতনা থেকে দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এই কেন্দ্রে এবারো বিজেপি প্রার্থী অমিত শাহ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service