জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতরত্ন সংঘের সম্পাদক হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ধৃত প্রদ্যোত ধর চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ও সিসিটিভি ফুটেজ দেখে পশ্চিম ভুবনবন এলাকার সুস্মিতা সরকার নামে এক যুবতীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে শুক্রবার পুলিশ আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চেয়ে। বৃহস্পতিবার অভিযুক্ত যুবতীকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে শুক্রবার তিনদিনের পুলিশ রিমান্ড শেষে ফের আদালতে তোলা হয় উষাবাজার ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা মামলায় অভিযুক্ত প্রদ্যোত ধর চৌধুরীকে ফের ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে। তাকে ১ মে গ্রেপ্তার করেছিল পুলিশ। একথা জানান সরকার পক্ষের আইনজীবী ইন্দ্রজিৎ বিশ্বাস। তিনি আরও জানান, অভিযুক্ত মহিলা খুনের ঘটনায় একজন মাস্টার মাইন্ড।
Leave feedback about this