জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তীব্র তাপপ্রবাহের জেরে অতিষ্ঠ জনজীবন। নাজেহাল আমজনতা। ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। হাঁসফাঁস গরমের মধ্যেও লোকজনকে নিজ নিজ কাজে বের হতে হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষের অবস্থা খুবই করুণ। তাই পথচলতি লোকজন ও শ্রমজীবী মানুষের মধ্যে ঠাণ্ডা পানীয় বিতরণ করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়।
এই সামাজিক কাজে মঙ্গলবার এগিয়ে এলো ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন। এদিন রাজধানীর শকুন্তলা রোডে জলছত্রের আয়োজন করা হয় সংস্থার তরফে। লোকজনের মধ্যে ঠাণ্ডা পানীয় ও তরমুজ দেওয়া হয়।
উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন এর চেয়ারম্যান টুটন দাস, মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব, আইতরমা বোর্ডের সদস্য ব্রজেন্দ্র চন্দ্র দাস, জওহর চক্রবর্তী, তনুজা দেববর্মা, দপ্তরের চিফ এক্সিকিউটিভ অফিসার জয়ন্ত দেববর্মা সহ অন্যরা।
Leave feedback about this