জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের কিছু কিছু জায়গায় বুধবার থেকে বজ্রবিদ্যুৎ ও ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর-ঊনকোটি ও ধলাইয়ের কিছু কিছু জায়গায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই মে উত্তর- ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলায় অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া পশ্চিম ও গোমতীতে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আর ৩ মে ধলাই, গোমতী ও দক্ষিণ জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে একথা জানান আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া অফিসের বিজ্ঞানী পার্থ রায়। তিনি জানান, ১৭ দিন ধরে রাজ্যে গরম ও আদ্র আবহাওয়া থাকছে। মঙ্গল ও বুধবার এই অবস্থা থাকবে।
তবে বুধবার সিপাহিজলা, গোমতী, দক্ষিনের কিছু কিছু জায়গায় গরম ও আদ্রতা বজায় থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। বিজ্ঞানী জানান, এবছর এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ দশমিক ৪। যা কিনা গত বছরের তুলনায় শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস কম।
Leave feedback about this