2024-12-19
agartala,tripura
রাজ্য

তীব্র তাবদাহ থেকে স্বস্তি দিতে কর্মীদের মধ্যে ঠাণ্ডা পানীয় জল ও তরমুজ বিতরণ মেয়র দীপক মজুমদারের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। তীব্র দাবদাহের মধ্যে লোকজনকে ঘর থেকে বের না হতে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। কিন্তু সারাবছর শীত-গ্রীষ্ম-বর্ষা সবসময়ই যারা শহর- মানুষের বাড়ি ঘর পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করেন সেই সাফাই কর্মীদের ক্ষ্যান্ত নেই। প্রতিদিন সকালে বেরিয়ে পড়ছেন সুন্দর- পরিচ্ছন্ন রাখতে শহরকে। সেই সাফাই কর্মীদের পাশে দাঁড়াল আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড।

এই প্রখর গরমের মধ্যে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে মঙ্গলবার সাফাই কর্মীদের মধ্যে ঠাণ্ডা পানীয় বিলি করা হয়। এদিন এডিনগর স্কুল প্রাঙ্গণে সাফাই কর্মীদের মধ্যে ঠাণ্ডা পানীয়, তোয়াল, টুপি ও তরমুজ দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, সমাজসেবী শ্যামল কুমার দেব সহ অন্যরা। এসব পেয়ে খুশি সাফাই কর্মীরা।

এদিন মেয়র দীপক মজুমদার ওয়ার্ড কর্পোরেটরের এ ধরণের উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, শহরের বিভিন্ন জায়গায় এই ধরণের প্রয়াস নেওয়া হয়েছে গরমের হাত থেকে পথচলতি লোকজনকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য। তাই বিভিন্ন সংগঠন, সংস্থার কাছে আহ্বান রাখেন এধরণের সামাজিক কাজে বেশি এগিয়ে আসার জন্য।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service