জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আদিবাসী জনগণের মধ্যে কংগ্রেসের সংগঠন বৃদ্ধির লক্ষে এবং রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য দলের উপজাতি নেতৃত্ব বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে আদিবাসী কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে চায়। একটি রোডম্যাপ তৈরি করে আগামী দিনের জন্য আদিবাসী কংগ্রেস প্রস্তুতি নেবে। রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অফিসে আদিবাসী কংগ্রেসের বৈঠকে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
তিনি আরও বলেন,আদিবাসী ভোটাররা এই লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের পক্ষে ব্যাপক ভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আদিবাসী কংগ্রেস ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব সহ অন্যরা। সদ্য শেষ হল রাজ্যের দুটি লোকসভা নির্বাচন। ভোট গ্রহণের পরেই ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের সভা হয় রবিবার।
Leave feedback about this