2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হীরা প্লাস দিয়েছেন। রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারের সময়ে উন্নয়নের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটছে।পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি দেবী দেববর্মণের সমর্থনে নির্বাচনী জনসভায় এই দাবি করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ২৬ এপ্রিল লোকসভার দ্বিতীয় দফার ভোটে পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ করা হবে।

২৪ এপ্রিল বিকেলে শেষ হবে সরব প্রচার। তাই দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির প্রদেশ নেতৃত্ব। রবিবার নির্বাচনী সভা হয় উত্তর জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের উপ্তাখালিতে। বিশাল নির্বাচনী সমাবেশ হয় বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মণের সমর্থনে।

এদিনের নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা,মন্ত্রী টিংকু রায়,প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ সহ অন্যান্যরা। এদিনের নির্বাচনী সমাবেশে কর্মী সমর্থকদের অংশগ্রহণ ছিল নজরকাড়া। সমাবেশে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন,রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হীরা প্লাস দিয়েছেন।

রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারের সময়ে উন্নয়নের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটছে। পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছিলেন রাজ্যে নাকি স্বর্নযুগ চলছে। কিন্তু ২০১৮ সালে পালাবদলের পর দেখা গেল বামফ্রন্ট সরকার ১৩ হাজার কোটি টাকা ঋণ করে বসে আছে। আসলে ওরা ভাওতাবাজির সরকার। দেশের প্রধানমন্ত্রী ২০১৪ সালে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে দেশে বহুমুখী উন্নয়ন করেছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর।

উগ্রবাদী সমস্যা, দেশের বিভিন্ন রাজ্যের উন্নয়ন বিরামহীন ভাবে করে গেছেন। তাই এই লোকসভা নির্বাচন দেশবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। কারন তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। তাই এদিনের নির্বাচনী সমাবেশ থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে মোদি জির হাতকে আরও শক্তিশালী করার আবেদন রাখেন মুখ্যমন্ত্রী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service