2024-12-25
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

গত ১০ বছরে দুর্নীতি মুক্ত করছে দেশের প্রিয় প্রধানমন্ত্রী : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিশ্রমের কোন বিকল্প নেই। বিজেপি হচ্ছে কার্যকর্তার পার্টি। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে পারলে আগামী প্রজন্ম ভারতের যা উন্নয়ন হবে এর সুফল পাবে। তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চায় সকলে। সেই দিশায় কাজ করতে হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর শান্তিপাড়ায় এক নির্বাচনী সভায় একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে হয় নির্বাচনী সভা। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, টাউন বড়দোয়ালি মণ্ডল সভাপতি সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টি যে কোন নির্বাচনকে খুব গুরুত্ব দিয়ে দেখে। তিনি বলেন, এবারের নির্বাচনে বিজেপির কাছে চ্যালেঞ্জ হল ভোটের হার কত বাড়বে। এছাড়া অন্য কোন চ্যালেঞ্জ নেই।

গতবারের তুলনায় যাতে ভোটের হার বেশি হয় সেই দিশায় কাজ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, মোদীজি গ্যারান্টির ও গ্যারান্টি দিচ্ছেন। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার গ্যারান্টি দিচ্ছেন নরেন্দ্র মোদী। তিনি দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন দুর্নীতি ছাড়াও একটা সরকার চলতে পারে।

১০ বছরে কোন ধরণের দুর্নীতি হয়েছে কেউ বলতে পারবেন না। তিনি অভিযোগ করেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশ জুড়ে একটা অস্থির পরিবেশ ছিল। বিভিন্ন দাঙ্গা হতো। পূর্বতন কেন্দ্রের সরকার বিভাজনের রাজনীতি করে গেছে। এদিনের সভা থেকে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service