জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করার জন্য প্রতিটি ভোটারের কাছে আহ্বান জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। ভোটদান সকলের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার প্রয়োগে যাতে কেউ পিছপা না হন সেজন্য ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যেও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
নতুন ভোটার সহ সকলকে ভোটদানে উৎসাহিত করা ও বেশি মাত্রায় এগিয়ে আসার জন্য আল্পনা আঁকার কর্মসূচী নেওয়া হয়। পশ্চিম জেলা নির্বাচনী আধিকারিক কার্যালয়ের উদ্যোগে এই আল্পনা আকারর ব্যবস্থা করা হয় পশ্চিম জেলা শাসক অফিসের সামনে। ভোটা দান প্রত্যেক নাগরিকের কর্তব্য।
সেসবই শিল্পীরা ফুটিয়ে তুলেছেন তাদের শিল্প নৈপুণ্যে। বৃহস্পতিবার সেখানে হয় অনুষ্ঠান। পরিবেশিত হয় সংগীত নৃত্য। উপস্থিত থেকে উৎসাহ দেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল, পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। ভোটারদের সচেতন করার এ ধরণের প্রয়াস সত্যি প্রশংসার দাবি রাখে।
Leave feedback about this