জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শান্তি-সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরায়ও পালিত হয় মুসলিম ধর্মাবলম্বীদের উৎসব ইদ-উল- ফিতর। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয়ভাবে নামাজ আদায় করা হয় রাজধানীর শিবনগর গেদু মিয়ার মসজিদ প্রাঙ্গণে। সেখানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া।
মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি উৎসব হল ইদ উল ফিতর ও ইদ-উল আযহা।প্রতিবছর মুসলিম ধর্মাবলম্বীর লোকজন মহাসমারোহে এসব উৎসব পালন করে থাকেন। এই দুটি উৎসবের মধ্যে একটি হল ইদ উল ফিতর। দীর্ঘ এক মাস রোজা শেষে আসে খুশির ইদ। নতুন জামা কাপড়, রকমারি খাবারের আয়োজন করা হয়ে থাকে এই উৎসবে মুসলিম ধর্মাবলম্বীদের ঘরে ঘরে।
উৎসবে শামিল হন সকল অংশের মানুষ। প্রতিবছরের মতো এবারো এই উৎসব পালন করা হয় রাজ্যে। বৃহস্পতিবার সকালে মসজিদে মসজিদে চলে নামাজ আদায়। এদিন সকালে আগরতলায় কেন্দ্রীয়ভাবে নামাজ আদায় করা হয় শিবনগর গেদু মিয়ার মসজিদে। সেখানে বিভিন্ন জায়গায় থেকে মুসলিম ধর্মাবলম্বীর লোকজন নামাজ আদায় করেন।নামাজ আদায় শেষে একে অপরের সঙ্গে আলিঙ্গন করে ইদ মোবারকের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রচুর লোক এতে শামিল হন। কেন্দ্রীয় ভাবে সেখানে নামাজ আদায় করান মৌলানা আব্দুর রহমান। তিনি রাজ্য ও দেশের সকলকে ইদের শুভেচ্ছা জানান।শান্তি- সম্প্রীতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে। সেখানে উপস্থিত থেকে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, এদিনটি মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। তিনি এদিনে বলেন, বর্তমান সরকার সকলের জন্য, সবার পাশে থাকার চেষ্টা করে।
Leave feedback about this