2025-01-05
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

রাজনীতি ছেড়ে দেব সন্তান বিক্রির তথ্য দিতে পারলে : বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যেই প্রদেশ মানিক সরকারকে চারবার মুখ্যমন্ত্রী বানিয়েছিল সেই প্রদেশের নামে বদনাম করছে মানিক সরকার। বলছে ত্রিপুরার মানুষ নাকি সন্তান বিক্রি করছে। বক্তা বিপ্লব দেব। উদয়পুর মহকুমার কিল্লা নয়া বাড়িতে আয়োজিত জনসভায় এদিন রীতিমতো জাতি জনজাতির ঢল নেমেছিল। সকাল থেকেই মানুষের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। যেখানে জনজাতি অংশের মানুষের সংখ্যায় ছিল বেশি।

উপজাতি নেতৃত্বদের মধ্যে প্রায় সমস্ত নেতারাই উপস্থিত ছিলেন। আমাদের প্রতিনিধি তুলে ধরেছিল সেই চিত্র। বিপ্লব দেবের রাজনৈতিক উত্থান কিন্তু খুব দ্রুত ঘটেছে। সাংগঠনিক সভাপতি থেকে একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পরেই রাজ্যসভার সাংসদ। এবার আবার সরাসরি সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা। সরাসরি ময়দানে রয়েছেন বিপ্লব দেব। তবে জয় কার হবে সেটা কিন্তু সময়ই বলবে। তারপরেও কিল্লায় জাতি জনজাতিদের আয়োজিত জনসভায় মানুষের উপস্থিতি কিন্তু ছিল লক্ষণীয়।

তীব্র উচ্ছ্বাস ছিল জনজাতি অংশের মানুষের মধ্যে। এদিনের জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব তীব্র আক্রমণ করেছেন মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরীদের। বলছেন ত্রিপুরায় নাকি সন্তান বিক্রি হচ্ছে। বিপ্লব দেব মানিক সরকার জিতেন্দ্র চৌধুরীদের সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন একটিও যদি প্রমাণ দিতে পারেন , তাহলে রাজনীতি ছেড়ে দেব। বিপ্লব দেব এদিন ত্রিপুরাতে টি ইউজিএস , আইএনপিটি , আইপিএফটি তিপরা মথা তৈরি হওয়ার জন্য একমাত্র সিপিআইএম দলকেই দায়ী করেছেন।

বলেন সিপিআইএম কংগ্রেসের শোোসনে এতগুলি দলের তৈরি হয়েছে। বর্তমানে ত্রিপুরাতে শান্তি ফিরেছে। তবে এখনো অশান্তি ফেরাতে চায় কংগ্রেস আর সি পি আই এম। জিতেন্দ্র চৌধুরীকে এদিন বিপ্লব দেব প্রশ্ন করেছে যে জিতেন্দ্র চৌধুরী আপনার স্বর্ণযুগের কথা জিজ্ঞেস করছে কিল্লা বাঁশি , আপনার স্বর্ণযুগের কথা জিজ্ঞেস করছে ত্রিপুরার ছেলেমেয়েরা , স্বর্ণযুগের কথা জিজ্ঞাসা করছে ত্রিপুরার আম জনতা।

কোথায় গিয়েছে আপনাদের স্বর্ণ। আসুন ময়দানে এসে জবাব দিয়ে যান। কিসের উন্নয়ন করেছেন গত ৩০ বছর। এ দিনের জনসমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া , বিধায়ক রাম পদ জমাতিয়া , অভিষেক দেবরায় , সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service