জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থীর সমর্থনে সুসজ্জিত বিশাল বাইক রেলি। রবিবার মূলত বনমালিপুর বিধানসভা এলাকায় হয় এই মোটর বাইক রেলি। এদিন সকালে এম বি বি কলেজ মাঠ থেকে বের হয় বাইক রেলি। রেলিতে হুড খোলা গাড়িতে ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য।
এদিন বাইক রেলি মঠ চৌমুহনী, পুরনো মোটরস্ট্যান্ড, গণরাজ চৌমুহনী হয়ে বিভিন্ন পথ ঘুরে। রেলিতে অংশ নিয়ে প্রদেশ বিজেপি মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য বলেন, অকল্পনীয় জয় পাবে বিজেপি প্রার্থী। তিনি বলেন,নরেন্দ্র মোদীর প্রতি যুব অংশের আকর্ষণ রয়েছে। তারা বিকল্প চিন্তা করতেই পারেন না।
নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলছে, যুব অংশের মানুষের ভবিষ্যৎ উনার উপরে নির্ভর করছে। যুবরা এসব বিষয় বুঝতে পারছেন।বিরোধীদের মধ্যে সেভাবে যুব শক্তিটাই নেই। পশ্চিম আসনে বিরোধী দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত তো হবেই সর্বসাকুল্যে এক লাখ ভোট পাবেন কিনা সন্দেহ আছে বলে দাবি করেন বিজেপি মুখপাত্র।
Leave feedback about this