জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আয়কর দপ্তর, নির্বাচন কমিশন,ই ডি কেন্দ্রের কাঠপুতুল হয়ে গেছে। কিন্তু দেশের মধ্যে এমনও লোক আছেন যারা কাঠপুতুল হবেন না। কংগ্রেস পার্টি কখনও কাঠপুতুল হবে না। আগামী দিনে কংগ্রেস টক্কর অবশ্যই দেবে। কংগ্রেস মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই কথা বললেন দলের সর্বভারতীয় সম্পাদিকা জারিতা লাইটফ্লাং।
এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন তিনি। জারিতা এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ জানান। তিনি অভিযোগ করেন রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের তরফে যে বিজ্ঞাপন লাগানো হয়েছিল সেগুলি খুলে সেখানে শাসক দলের বিজ্ঞাপন লাগানো হয়েছে। এর প্রতিবাদ জানান তিনি। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা? তিনি অভিযোগ করেন লোকতন্ত্রকে হত্যা করা হচ্ছে।
Leave feedback about this