জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা রাজ্যে যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় তার জন্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন রেখেছেন প্রদেশ কংগ্রেস। একই সঙ্গে অপপ্রচার থেকে বিরত থাকতে আবেদন জানিয়েছেন বিপ্লব দেব এর কাছে।
কংগ্রেস অভিযোগ করে বলেন গোটা রাজ্যে বিজেপি দল কংগ্রেস ও সিপিআইএম সম্পর্কে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই অপপ্রচার থেকে বিরত থাকার জন্য কংগ্রেস দলের প্রতি আবেদন জানিয়েছে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
শ্রী চক্রবর্তী নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করছে বিজেপি দলের অনেক নেতৃবৃন্দ। অবিলম্বে যাতে নির্বাচন কমিশন তাদেরকে গ্রেপ্তার করে। একই সঙ্গে নির্বিঘ্নে যাতে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে।
Leave feedback about this