জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতি-জনজাতিদের মধ্যে বিভাজনের রাজনীতি করে রাজ্য চালিয়েছে কংগ্রেস ও সিপিএম ত্রিপুরায়। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি কংগ্রেস- সিপিএম এর সমালোচনা করে অভিযোগ করেন, এই দল গুলির সরকারের সময়ে ত্রিপুরায় খুন সন্ত্রাস, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি দেবী দেববর্মণের সমর্থনে নির্বাচনী জনসভা হয় গোমতী জেলার করবুকে। বিশাল জনসভায় বিভিন্ন জায়গা থেকে বিজেপি- তিপ্রা মথা ও আই পি এফ টির কর্মী- সমর্থকরা অংশ নেন। জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায়,মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি দেবী দেববর্মণ, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সহ অন্যরা।
সুবিশাল জনসভায় মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে সিপিএম-র ৩৫ বছর ও কংগ্রেস জোট সরকারের ৫ বছরের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এই দুই দলের সরকারগুলির জমানায় খুন সন্ত্রাসের ঘটনা ঘটলেও বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পরে এসব ঘটতে দেওয়া হয় না। বিজেপি দলের কাউকে যেমন সন্ত্রাস করতে দেওয়া হয় না, তেমনি অন্যদেরও।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায়শই বলে থাকেন উত্তর-পূর্বাঞ্চলে শান্তি- সম্প্রীতি, উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কখনও সম্ভব নয়।
Leave feedback about this