2025-01-05
Ramnagar, Agartala,Tripura
খেলা

টিসিএ-র টি-২০ সহ বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেবে পোলস্টার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত এ ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে ২ এপ্রিল। এবছর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে রাজধানীর পোলস্টার ক্লাব। স্থানীয় খেলোয়াড়দের নিয়েই এবছর দল গঠন করেছে ২০২২-২৩ মরশুমের রানার্স টিম পোলস্টার ক্লাব। ১৭ জনের টিম ঘোষণা করা হয়েছে সোমবার। অধিনায়ক করা হয়েছে চিরঞ্জীব দেবনাথকে।

এদিন ক্লাব প্রাঙ্গণে জার্সি প্রকাশ করা হয় এবং খেলোয়াড়দের হাতে এগুলি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পোলস্টার ক্লাবের সভাপতি গৌতম সরকার,সম্পাদক সহ অন্যরা। তিনি জানান, এবছর চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য। পাশাপাশি তিনি জানান টিসিএ-র টি-২০ সহ বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেবে পোলস্টার। রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়রা টিমে রয়েছেন। সভাপতি আশাবাদী ভালো খেলবেন ক্রিকেটাররা। পরবর্তীতে সুপার ডিভিশনে খেলার প্রস্তুতি নেওয়া হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service