2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

ভোটে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার আহ্বানে বাড়ি বাড়ি প্রচারে মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক বাড়ি বাড়ি প্রচার শুরু শাসক দল ভারতীয় জনতা পার্টির। বৃহস্পতিবার রাজ্যের প্রায় সমস্ত মণ্ডলে প্রচারের সূচনা হয়। পশ্চিম লোকসভা আসনের বিভিন্ন মণ্ডলেও গণদেবতাদের কাছে ভোট ভিক্ষা চাইতে প্রচারে বের হন বিজেপি নেতা-কর্মীরা। বিপুল ভোটে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার আহ্বানে এদিন রামনগর মণ্ডলে প্রচারে বের হন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

উনার সঙ্গে ছিলেন পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, নিতু দে গুহ, ভাস্বতী দেববর্মা সহ বুথ, মণ্ডলের কার্যকর্তারা। এদিন রামনগর মণ্ডলের ৪৯ নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি চলে ভোট প্রচার। মেয়র জানান শুক্রবার থেকে প্রতিটি বুথে প্রার্থীর হয়ে ভোটা প্রার্থনা করা হবে গণদেবতাদের কাছে। এদিকে এদিনই রামনগর মণ্ডল সভাপতিও পৃথক ভাবে দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে করেন। দুই জায়গায় ব্যাপক সাড়া পড়ে প্রচার ঘিরে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service