2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

শুরু হল পুর্ব ত্রিপুরা আসনে পদ্মফুল চিহ্নে মনোনীত প্রার্থির সমর্থনে প্রচার অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব ত্রিপুরা আসনে তিপ্রা মথা সমর্থক এবং বিজেপি পার্টির মনোনিত প্রার্থি কির্তি সিং দেববর্মা র পক্ষে প্রচার শুরু করে দিল তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা। মংগলবার কৃষ্ণপুর বিধান সভার অন্তর্ভুক্ত দক্ষিন গকুলনগর এডিসি ভিলেজে এক সভার মধ্য দিয়ে এই প্রচার অভিযান শুরু করেছে তিপ্রামথা দল।

এদিনের সভায় উপস্থিত ছিলেন খোয়াই জেলার তিপ্রামথা দলের সম্পাদক রঞ্জিত দেববর্মা, কৃষ্ণপুর বিধান সভা এলাকার তিপ্রামথা দলের নেতৃত্ব মহেন্দ্র দেববর্মা সহ কর্মি সমর্থকরা।

এদিন উপস্থিত নেতৃত্বরা জানান মঙ্গলবার থেকে শুরু হল পুর্ব ত্রিপুরা আসনে পদ্মফুল চিহ্নে মনোনীত প্রার্থির সমর্থনে প্রচার অভিযান। ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতিদের উন্নয়নের সার্থে কির্তিসিং দেববর্মাকে ভোট দেয়ার আবেদন রেখেছে উপস্থিত নেতৃত্বরা।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service