জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক যুবকের। মৃতের নাম বিশাল শর্মা। বয়স ২২ বছর। ঘটনা রবিবার রাতে। ঘটনা ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। মৃত যুবকের বাড়ি কদমতলা থানা এলাকার সরসপুর গ্রামে।সামাজিক মাধ্যমে জানিয়েই সে আত্মহত্যা করে। মৃতের এক আত্মীয় জানিয়েছেন, বিশাল ধর্মনগরে তার জ্যাঠুর বাড়িতে থাকতো। রবিবার বিকালে প্রতিদিনের মতো সে বাড়ি থেকে বেরিয়ে যায়।
রাত নয়টা নাগাদ তার নিজের সামজিক মাধ্যমে একটি পোস্ট দেখতে পান পরিবারের লোকজন। তাতে সে আত্মহত্যা করা কথা গাম জানিয়ে দেয়। এতে পরিবারের লোকজনের সন্দেহ হয়। অনেক খোঁজ খবর করে তাকে না পেয়ে পরিবারের লোকজন ধর্মনগর থানায় মিসিং ডায়েরি করেন। এদিকে তারা রাতে খবর পান ধর্মনগর রেল স্টেশনের পাশে এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে।
সেই খবর পেয়ে বাড়ির লোকজন সেখানে গিয়ে দেখেন বিশালের মৃতদেহ সেখানে পড়ে রয়েছে। এরপরই মৃতদেহ উদ্ধার করে জেল হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গেছে সন্ধ্যারাতে আগরতলা থেকে ধর্মনগর গামী ট্রেন ধর্মনগরে স্টেশনে ঢোকার আগে এই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এরপরই সেখানে যায় জিআরপি পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। এলাকায় চাঞ্চল্য।
Leave feedback about this