জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ও পূর্ব লোকসভা আসনে রেকর্ড ভোটে জয়ী করে দুটি পদ্মফুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হবে। শনিবার রাজধানীতে মিছিল বের করে এই বার্তা দেন ভারতীয় জনতা পার্টি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য। তিনি গণদেবতাদের কাছে আবেদন রাখেন দুই আসনে বিজেপি প্রার্থীদের বিপক্ষে যারা লড়াই করবেন তাদের জামানত জব্দ করার জন্য। শনিবার বিকেলে লোকসভা নির্বাচন ঘোষণা করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই আগরতলা শহরে মিছিল বের করে ভারতীয় জনতা পার্টি সদর শহর জেলা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিজেপির মিছিল। মিছিল থেকে ভোটারদের কাছে আহ্বান রাখা হয় পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব ও পূর্ব ত্রিপুরা আসন থেকে কীর্তি সিং দেববর্মাকে জয়ী করার। এদিন মিছিলে ছিলেন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, বিধায়ক ভগবান দাস, সুশান্ত দেব, মিনা রানী সরকার, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সহ অন্যরা।
Leave feedback about this