জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার এনডিএ-র সদস্য হিসাবে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে বৈঠক করলেন এলজেপি জাতীয় সভাপতি চিরাগ পাসোয়ান। এদিন বৈঠক শেষে এলজেপি জাতীয় সভাপতি চিরাগ পাসোয়ান বলেন সর্বদা জোটে আমাকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই। তিনি সর্বদা রামবিলাস পাসোয়ানকে তাঁর বন্ধু হিসাবে ব্যবহার করেছেন। আজ আবার আমরা আমাদের পুরানো জোটকে শক্তিশালী করেছি- এনডিএ।
আজ, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগি হয়ে যাওয়ার পর, আমি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং ইউনিয়ন এইচএম অমিত শাহকে ধন্যবাদ জানাতে চাই। আগামী কয়েকদিনের মধ্যে এলজেপি নির্বাচনে লড়বে এই অভিপ্রায় নিয়ে। বিহারে ৪০টি আসন এনডিএ জোটকে জিততে হবে এবং দেশে ৪০০ আসনের লক্ষ্য অর্জন করতে হবে।
Leave feedback about this